
ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে প্রায় ৫৯ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক এবং দেবর তারিক আহমেদ সিদ্দিকের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘প্রচ্ছায়া লিমিটেড’-এর ৮ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন—শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, তারিক সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক ও নওরিন তাসমিয়া সিদ্দিক, সেনাবাহিনী থেকে বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল শহীদ উদ্দিন খান, তার স্ত্রী ফারজানা আনজুম এবং তাদের দুই মেয়ে শেহতাজ মুন্নাসী খান ও পারিজা পাইনাজ খান।
দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম আদালতে জমা দেয়া আবেদনে উল্লেখ করেন, বর্তমানে এই আটজনের বিরুদ্ধে রূপপুর প্রকল্পে দুর্নীতির একটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ইতোমধ্যে একটি সাত সদস্যবিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে।
দুদক সূত্রে আরও জানা গেছে, দেশত্যাগের চেষ্টা করছে এমন তথ্যের ভিত্তিতে আদালতের অনুমোদন চাওয়া হয়, যাতে প্রয়োজনীয় নথিপত্র রক্ষা ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা সম্ভব হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী স্পেশাল ব্রাঞ্চের মাধ্যমে সংশ্লিষ্টদের বিদেশে পালানো রোধে ব্যবস্থা নেওয়া হবে।
রূপপুর প্রকল্পে এ ধরনের দুর্নীতির অভিযোগ রাষ্ট্রের উচ্চপর্যায়ে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধানের পথকে আরও জটিল করে তুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউ