ঢাকা,

২৯ এপ্রিল ২০২৫


৩ দাবিতে মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:১০, ২৯ এপ্রিল ২০২৫

৩ দাবিতে মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের

ছবি সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ তিন দফা দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলুম মাদরাসায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল,
২. আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া সকল ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার,
৩. শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার।

মামুনুল হক বলেন, ‘নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে, তা সরাসরি কোরআন-সুন্নাহর বিরোধী। এর মাধ্যমে দেশের পারিবারিক ব্যবস্থার মধ্যে পশ্চিমা সংস্কৃতি প্রবেশ করানোর ষড়যন্ত্র করা হচ্ছে।’

তিনি আরো জানান, সরকার যদি এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও হেফাজতে ইসলাম ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে।

তিনি দাবি করেন, মহাসমাবেশ সফল করতে সারা দেশ থেকে হাজার হাজার কর্মী ও সমর্থক ঢাকায় আসবেন এবং এরই মধ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউ

News