ঢাকা,

৩০ এপ্রিল ২০২৫


পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৫:৫৬, ২৯ এপ্রিল ২০২৫

পুলিশকে সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ছবি সংগৃহীত

দেশে বর্তমানে এক ধরনের যুদ্ধাবস্থা বিরাজ করছে উল্লেখ করে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘আমরা একটা যুদ্ধাবস্থায় আছি। অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভেঙে দিতে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করছে। এই অপচেষ্টা প্রতিহত করতে পুলিশকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, গত ১৫ বছরে পুলিশকে দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। অবৈধ আদেশ পালনের কারণে বাহিনীটি জনরোষের শিকার হয়, যার মাশুল দিতে হয়েছে বহু সৎ কর্মকর্তাকে। স্বৈরাচার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে পুলিশের কাঠামো ও মনোবল পুনর্গঠনে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, আর সে স্বপ্ন পূরণে পুলিশ হবে প্রধান শক্তি।”

ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬-এর মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ নিশ্চিত করা এবং ভোটারদের নিরাপত্তা বিধান করা পুলিশের প্রধান দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনের মধ্য দিয়ে যেন আর কখনও পুলিশকে অন্যায় কাজে বা দলীয় স্বার্থে ব্যবহার করা না যায়, তা নিশ্চিত করতে হবে। কারণ, পরাজিত শক্তি যাতে দেশকে আবার অস্থিতিশীল করতে না পারে, সে জন্য পুলিশকে সর্বদা সতর্ক থাকতে হবে।’

নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে সর্বোচ্চ সংবেদনশীল হওয়ার আহ্বান জানান ড. ইউনূস। পাশাপাশি তিনি ন্যায্যতা ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, ‘আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখছি। জুলাই অভ্যুত্থান আমাদের সে সুযোগ করে দিয়েছে। এবার ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকবো।’

ইউ

News