ঢাকা,

২৮ এপ্রিল ২০২৫


বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৪:০৩, ২৮ এপ্রিল ২০২৫

বিএনপির ৩ সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির তিন অঙ্গ সংগঠন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন হবে।

আগামী ৯ মে থেকে ২৮ মে পর্যন্ত বিভাগীয় পর্যায়ে ‘তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে বিএনপির এই তিন সহযোগী সংগঠন।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, তরুণদের চাহিদা ও প্রয়োজনের ওপর নির্ভর করে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য, তরুণদের ক্ষমতায়ন, রাষ্ট্রীয় নীতিনির্ধারণে অংশগ্রহণ, সৃজনশীলতার বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সার্বজনীন উন্নয়নের বাস্তবসম্মত মডেল গড়ে তোলা।

কোথায় কোথায় কর্মসূচি

চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগ : আগামী ৯ মে থেকে ১০ মে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে কর্মসূচি পালন হবে। এর মধ্যে ৯ মে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনায় সেমিনার, ১০ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

খুলনা ও বরিশাল বিভাগ : ১৬ থেকে ১৭ মে খুলনা ও বরিশাল বিভাগে। এর মধ্যে ১৬ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনায় সেমিনার, ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

রাজশাহী ও রংপুর বিভাগ : বগুড়া ২৩ থেকে ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগে। এর মধ্যে ২৩ মে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনায় সেমিনার, ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগ : ২৭ থেকে ২৮ ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে। এরমধ্যে ২৭ মে তারুণ্যের  অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক ভাবনায় সেমিনার এবং ২৮ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

 

টিএইচ

News