
গ্রিডে কারিগরি ত্রুটির কারণে বরিশাল ও খুলনা বিভাগের অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। তবে এসব এলাকাকে গ্রিডের সঙ্গে সংযুক্ত করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
আজ শনিবার এক বার্তায় পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই তথ্য জানিয়েছে।
তারা জানায়, আজ বিকেল ৫টা ৪৫ মিনিটে জাতীয় গ্রিডে আকস্মিক কারিগরি ত্রুটির ফলে পুরো বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কিছু অংশ গ্রিড থেকে বিচ্ছিন্ন হয়ে বিদ্যুৎবিহীন হয়ে যায়।
স্বল্পতম সময়ের মধ্যে এসব এলাকাকে পুনরায় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। বর্তমানে জাতীয় গ্রিডের পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড।
টিএইচ