
ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। তবে, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
শনিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এই সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪১ জন ডেঙ্গু রোগী।
চলতি বছরে (২০২৫) ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২ হাজার ৪৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী। এ বছরের ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন।
গত বছর, ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন। ২০২৩ সালে, দেশজুড়ে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছিল, যেখানে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং এক হাজার ৭০৫ জন মারা যান।
এছাড়া, ২০২২ সালে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ২৮১ জন এবং ৬২ হাজার ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০২০ সালে করোনা মহামারির কারণে ডেঙ্গুর প্রাদুর্ভাব কিছুটা কম ছিল, তবে ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, আর ১০৫ জনের মৃত্যু ঘটে।
ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ইউ