ঢাকা,

২৭ এপ্রিল ২০২৫


রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:৫৪, ২৬ এপ্রিল ২০২৫

রাঙামাটিতে অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে নিহত ৫

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া একজন আহত হয়েছেন। 

আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে বলে তিনি জানান। 

টিএইচ

News