ঢাকা,

২৮ এপ্রিল ২০২৫


আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২০:৩৪, ২১ এপ্রিল ২০২৫

আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব— এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে কী কারণে মোয়াজ্জেমকে সরানো হলো সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়ি মাগুরার মহম্মদপুরের দক্ষিণপাড়া গ্রামে।

তার বাবার নাম মো. আজিজার মন্ডল ও মায়ের নাম আনোয়ারা বেগম। গত ৮ এপ্রিল উপদেষ্টার সম্মতির ভিত্তিতে ওই তারিখ থেকে মোয়াজ্জেম হোসেনকে এপিএস পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৪ আগস্ট উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস নিয়োগ পেয়েছিলেন তিনি।

টিএইচ

News