ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, মায়ের স্বীকারোক্তি

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:৫৭, ১৯ এপ্রিল ২০২৫

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ, মায়ের স্বীকারোক্তি

ছবি সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর আরিচপুর এলাকায় দুই শিশু ভাই-বোনকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাদের মা সালেহা বেগমের বিরুদ্ধে। নিহতরা হলো মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ বিন ওমর (৪)।

পুলিশ জানায়, ১৮ এপ্রিল (শুক্রবার) রাতে সালেহা বেগম নিজেই হত্যার কথা স্বীকার করেছেন, তবে হত্যার কারণ এখনো অস্পষ্ট।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত দুই শিশুর বাবা আবদুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে গাজীপুরের আরিচপুর জামাইবাজার রূপবানের টেক এলাকার সেতু ভিলা নামের একটি আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা বঁটি জব্দ করা হয়েছে।’

পুলিশ আরো জানায়, ঘটনার সময় সালেহা বেগম ছাড়া আর কেউ ফ্ল্যাটে ছিলেন না। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, শুক্রবার বিকাল থেকে সন্ধ্যার মধ্যে কোনো বহিরাগত ঘরে প্রবেশ করেনি।

হত্যাকাণ্ডের পর সালেহা নিজেই পাশের বাড়ি থেকে দুই দেবরকে ডেকে আনেন। এ সময় তার কথাবার্তা ছিল অসংলগ্ন। পুলিশের সন্দেহ বাড়ে যখন দেখা যায়, তার হাতে কাটা দাগ রয়েছে। পরে তাকে পুলিশি হেফাজতে নেয়া হয় এবং মধ্যরাতে তিনি সন্তানদের হত্যার কথা স্বীকার করেন।

ওসি ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা জানার চেষ্টা করছি কী কারণে এ নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। প্রাথমিকভাবে কিছু ধারণা থাকলেও তদন্ত না শেষ হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর গভীর শোক ও বিস্ময় প্রকাশ করেছেন। এক প্রতিবেশী বলেন, ‘ওই পরিবার খুব সাধারণ জীবন যাপন করত। কখনো ভাবিনি এমন ভয়াবহ কিছু ঘটবে।’

পুলিশ বলছে, সালেহা বেগমের মানসিক অবস্থা পর্যবেক্ষণ এবং চিকিৎসা ইতিহাস যাচাই করা হবে। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হতে পারে।

ঘটনার তদন্তে টঙ্গী মডেল থানার পাশাপাশি জেলা গোয়েন্দা পুলিশও কাজ করছে।

ইউ

News