ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


পর্যটন ও বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:০৯, ১৫ এপ্রিল ২০২৫

পর্যটন ও বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

ছবি সংগৃহীত

বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি এবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেলেন শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন এ দায়িত্ব বণ্টন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ পর্যন্ত শেখ বশিরউদ্দীন বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন থেকে তিনি পর্যটন ও বিমান মন্ত্রণালয়ও দেখভাল করবেন।

এত দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল সরাসরি প্রধান উপদেষ্টার হাতে। নতুন দায়িত্ব বণ্টনের ফলে এখন প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে ধাপে ধাপে উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হয়েছে। শেখ বশিরউদ্দীন উপদেষ্টা হিসেবে যুক্ত হন গত বছরের ১০ নভেম্বর।

বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।

ইউ

News