ঢাকা,

১৯ এপ্রিল ২০২৫


পাঁচ বছর সরকারে থাকার কথা জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গিয়াসউদ্দিন রনি, নোয়াখালী থেকে

প্রকাশিত হয়েছে: ১৫:০০, ১৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:০৩, ১৫ এপ্রিল ২০২৫

পাঁচ বছর সরকারে থাকার কথা জনগণ বলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সরকারকে পাঁচ বছর ক্ষমতায় রাখার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি, বরং এটি জনগণের বক্তব্য। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।"

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে জড়িত নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কেবল ছোটদের নয়, বড়রাও আইনের আওতায় আসছে। তিনি বলেন, ‘আমরা রাঘব-বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। তবে তারা জালে না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারি না। যে আসছে, তাকেই ধরা হচ্ছে। কিন্তু কেউ যদি ধরা পড়ার পরও ছাড়া পায়, তাহলে সমালোচনা করা যেতে পারে।’

সাংবাদিকরা কিশোরগঞ্জে তার এক বক্তব্য নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি তো বলিনি, এটা জনগণ বলেছে। আমি কিছু বলিনি। প্রধান উপদেষ্টা তো বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে।’

থানায় কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগের বিষয়ে উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেন, ‘পুলিশ অভিযোগ নেয় না—এ অভিযোগ অনেক পুরোনো। আমরা দুটি সেবা, জেনারেল ডায়েরি (জিডি) ও এফআইআর, অনলাইনে চালু করতে যাচ্ছি। শুরুর দিকে দুটি জেলায় এটি চালু হবে। পরে সারাদেশে বিস্তৃত করা হবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের নতুন ইউনিফর্ম ও লোগো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পেরেছে। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।’

তবে চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুরের ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে কঠোর নজরদারির আশ্বাস দেন।

ইউ

News