
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার থেকে। চলবে ১৩ মে পর্যন্ত। বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হলো এই পরীক্ষা। পরীক্ষা শুরু হয় সকাল ১০টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
এই বছর এই পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষা চলার সময় ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রশ্নফাঁসের গুজব ছাড়ানোর আশঙ্কা করছে কর্তৃপক্ষ। তাই সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষা গবেষকরা। পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করারও আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।
এই ছাড়া ঢাকায় পরীক্ষা হলেল ২০০ গজের মধ্যে পরীক্ষা সংশ্লিষ্ট ছাড়া কেউ যেন ঢুকতে না পারে সেসব নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
টিএইচ