ঢাকা,

১৭ এপ্রিল ২০২৫


টাঙ্গাইলে স্কাউটস দিবস উদযাপিত

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল

প্রকাশিত হয়েছে: ০০:১৩, ৯ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলে স্কাউটস দিবস উদযাপিত

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার(৮ এপ্রিল) সকালে স্কাউট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন।

 টাঙ্গাইল জেলা স্কাউট ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কাউট ভবনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা স্কাউট ভবনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইল জেলার ডিপিইও ও স্কাউটসের সহ-সভাপতি মো. সাহাব উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা স্কাউটসের সহ-সভাপতি মীর মনিরুজ্জামান, সহ-সভাপতি মো. ইউনুছ আলী খান, এলটি কমিশনার মো. আবুবকর সিদ্দিক, এলটি কোষাধ্যক্ষ মো. ওয়াজেদ আলী খানশূর, জেলা স্কাউটসের এলটি সম্পাদক মো. আব্দুল জব্বার, জেলাস্কাউটসের সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ, লিডার ট্রেনার প্রতিনিধি এলটি জেবুন্নাহার বেগম প্রমুখ।

এসময় বিভিন্ন বিদ্যালয়ের কাব স্কাউট, বয় স্কাউট, বিভিন্ন স্কাউট ইউনিটের লিডার, অভিভাবক ও অন্যান্য স্কাউটাররা উপস্থিত ছিলেন।

টিএইচ

News