ঢাকা,

০৯ এপ্রিল ২০২৫


সারা দেশে বিক্ষোভ কাল, ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি সফলের আহ্বান

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:৪৫, ৬ এপ্রিল ২০২৫

সারা দেশে বিক্ষোভ কাল, ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচি সফলের আহ্বান

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

আজ রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার (৭ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা  স্থগিত ঘোষণা করেছে। এই ছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।

টিএইচ

News