ঢাকা,

০৬ এপ্রিল ২০২৫


ঈদের ছুটি শেষে চুলা জ্বালানো বিষয়ে সতর্কবার্তা দিল তিতাস

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৩৯, ৫ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৪৪, ৫ এপ্রিল ২০২৫

ঈদের ছুটি শেষে চুলা জ্বালানো বিষয়ে সতর্কবার্তা দিল তিতাস

ফাইল ছবি

ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে কর্মব্যস্ততা ফিরতে শুরু করেছে। ৬ এপ্রিল (রবিবার) থেকে দেশের সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খুলছে এবং কর্মস্থলে যোগ দিতে ইতিমধ্যে রাজধানীর বাসিন্দাদের বড় একটি অংশ ফিরে এসেছেন। এর মধ্যেই, গ্যাসের চুলা জ্বালানোর সময় সতর্কতা অবলম্বন করতে বিশেষ পরামর্শ দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

শনিবার (৫ এপ্রিল) তিতাস গ্যাসের পক্ষ থেকে রাজধানীবাসীকে সতর্ক করে বলা হয়েছে, গ্যাসের চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা কমপক্ষে ২০ মিনিট আগে খুলে দিয়ে বায়ু চলাচল নিশ্চিত করতে হবে। এছাড়া, চুলার নব, বাটন, হুসপাইপ ও পিতলের চাবি ইত্যাদির মধ্যে কোনো গ্যাস লিকেজ রয়েছে কি না, তা পরীক্ষা করতে বলা হয়েছে।

যদি গ্যাস লিকেজ পরিলক্ষিত হয়, তিতাস গ্যাস কর্তৃপক্ষ তাদের গ্রাহকদেরকে রাইজারের চাবি বন্ধ করে দিতে এবং প্রয়োজনীয় মিস্ত্রি দিয়ে লিকেজ মেরামত করার পরামর্শ দিয়েছে।

গ্যাসের লিকেজ বা গ্যাসের গন্ধ পেলে, তিতাস গ্যাসের কল সেন্টারে (০১৯৫৫-৫০০৪৯৭-৫০০) অথবা (১৬৪৯৬) নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এমন সতর্কতা অবলম্বন করার মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ইউ

News