ঢাকা,

০৪ এপ্রিল ২০২৫


দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৫.৪৮%

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:১৬, ৩ এপ্রিল ২০২৫

দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৫.৪৮%

ফাইল ছবি

কওমি মাদরাসাগুলোর সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) ১৪৪৬ হিজরী শিক্ষাবর্ষের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাসের হার ৮৫.৪৮ শতাংশ।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এই সময় বোর্ডের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করেন। উপস্থিত ছিলেন পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকরা।

এ বিষয়ে সংস্থাটির অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান প্রতিবেদককে নিশ্চিত করেছেন যে, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল মোট ৩২,৭১৪ জন, যার মধ্যে ১৭,৭৪৩ জন ছাত্র এবং ১৪,৯৭২ জন ছাত্রী। ফলাফলে দেখা যায়, মোট ২৭,৯৬৩ জন উত্তীর্ণ হয়েছেন, ৪,৭৫১ জন অনুত্তীর্ণ এবং ৭৩৫ জন অনুপস্থিত ছিলেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫,৯৪৮ জন এবং ছাত্রী ১২,০১৫ জন।

পাসের হার নিয়ে প্রকাশিত ফলাফলে জানা যায়, ছাত্রদের পাসের হার ৮৯.৮৯% এবং ছাত্রীদের পাসের হার ৮০.২৫%। গড় পাসের হার ৮৫.৪৮%। মুমতায (স্টার মার্ক) বিভাগে উত্তীর্ণ হয়েছেন ছাত্র ১,২৯৫ জন এবং ছাত্রী ১১৬ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগে) উত্তীর্ণ হয়েছেন ছাত্র ৪,৩৯৯ জন এবং ছাত্রী ১,৬১৮ জন। জায়্যিদ (২য় বিভাগে) উত্তীর্ণ হয়েছেন ছাত্র ৬,৯০৭ জন এবং ছাত্রী ৫,৭৮০ জন। মকবুল (৩য় বিভাগে) উত্তীর্ণ হয়েছেন ছাত্র ৩,৩৪৭ জন এবং ছাত্রী ৪,৫০১ জন। পরীক্ষা বাতিল করা হয়েছে ১২ জনের।

পরীক্ষা প্রবিধি অনুসারে ছাত্র ও ছাত্রীদের মেধাক্রম আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ছাত্রদের মধ্যে ৩৫তম এবং ছাত্রীদের মধ্যে ৩০তম পর্যন্ত মেধা তালিকায় স্থান পেয়েছেন।

ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছেন মাহদী হাসান, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, ঢাকা (৯৩১ নম্বর), দ্বিতীয় স্থানে রয়েছেন মো. মারুফ হোসেন, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম (৯২৭ নম্বর), এবং তৃতীয় স্থানে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন রনি, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম (৯২৪ নম্বর)।

ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছেন মোছা. মারজিয়া আক্তার, আল-জামিয়াতুত্তায়্যিবাহ কওমী মহিলা মাদরাসা, হবিগঞ্জ (৯০৬ নম্বর), দ্বিতীয় স্থানে রয়েছেন বুশরা জান্নাত, জামিয়া দারুস সুফফাহ লিল-বানাত, ঢাকা (৯০০ নম্বর), এবং তৃতীয় স্থানে রয়েছেন সামানিয়া জান্নাত, খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা, নাটোর (৮৮৯ নম্বর)।

এটি কওমি মাদরাসা শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ পর্ব এবং শিক্ষার্থীদের মেধার পরিচায়ক।

ইউ

News