ঢাকা,

০৪ এপ্রিল ২০২৫


সাভারের শহীদ পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

মোঃ  শান্ত খান, সাভার প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ২১:২১, ২৮ মার্চ ২০২৫

সাভারের শহীদ পরিবারকে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ উপহার

জিয়াউর রহমান ফাউন্ডেশনের এর উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ বীরদের পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) সকালে ১১ টায় শহীদ মোহাম্মদ সুজন মিয়া এর  মা-বাবা ও শহীদ মোহাম্মদ রনি মায়ের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। গত ২৫ মার্চ থেকে সারাদেশে একযোগে এ কার্যক্রম শুরু হয়েছে।

শহীদ মোহাম্মদ সুজন মিয়া এর সাভার পৌর এলাকার আইচানদ্দা মহল্লায়  বাসায় গিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে স্মারকপত্র ও ঈদ উপহার তুলে দেন ঢাকা বিভাগের মনিটর (শিক্ষক) জনাব প্রফেসর নজরুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়নের পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদল নেতা 'ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।


এর আগে গতকাল বৃহস্পতিবার থেকে  সারাদেশে  শহীদ পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। 

টিএইচ

News