
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বকশীগঞ্জ উপজেলার আহ্বায়ক সুলতানুস ছালেহীন ও সদস্যসচিব জিসানুর রহমান জিসান পদত্যাগ করেছেন।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর ইসহাক হোসেন ইখলাস পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে উপজেলা পর্যায়ে সুলতানুস ছালেহীন ও জিসানুর রহমান জিসান সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি সুলতানুস ছালেহীনকে আহ্বায়ক ও জিসানুর রহমান জিসানকে সদস্যসচিব করে ১৬১ সদস্যবিশিষ্ট বকশীগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করে জেলা কমিটি। কমিটির অনুমোদন দেন জামালপুর জেলা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস ও সদস্যসচিব আবদুল্লাহ আল আবিদ সৌরভ।
জিসানুর রহমান জিসান বলেন, উপজেলার সদস্যসচিব হিসেবে সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এই সংগঠনের সাথে থাকতে পেরে গর্বিত। পারিবারিক ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি।
সুলতানুস ছালেহীন বলেন, আন্দোলনের শুরু থেকেই মাঠে ছিলাম। চেষ্টা করেছি নিজেকে ও সংগঠনকে ভালো রাখার। ঈদের পর একটি চাকরিতে যোগ দিতে পারি। এজন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।
জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটি সময় এলে বোঝা যাবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেটি গ্রহণ করেছি।
আগামীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে অনেকেই পদত্যাগ করে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন বলে জানান ইসহাক হাসান ইখলাস।
টিএইচ