ঢাকা,

৩১ মার্চ ২০২৫


ট্রেনের ৮২টি টিকিটসহ কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৪:১২, ২৭ মার্চ ২০২৫

ট্রেনের ৮২টি টিকিটসহ কালোবাজারি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঈদযাত্রাকে কেন্দ্র করে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের অপতৎপরতা প্রতিবছর লক্ষ্য করা যায়। এ বছরও এর ব্যতিক্রম দেখা যাচ্ছে না। তবে ট্রেনের টিকিট কালোবাজারিদের আইনের আওতায় আনতে সক্রিয় রয়েছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় টিকিট কালোবাজারি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। একই সময় বিভিন্ন ট্রেনের ৮২টি টিকিট জব্দ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়ার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এই তথ্য জানান।

তিনি জানান, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এছাড়া দেশের বিভিন্ন গন্তব্যের ৩১৪টি আসনের ৮২টি টিকিট ও বিপুল পরিমাণ মোবাইল সিম জব্দ করা হয়েছে। 

দুপুরে সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

টিএইচ

News