
জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ (জবি) চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।
শনিবার (১৫ই মার্চ) রাজধানীর বিজয়নগরে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল আয়োজিত হয়। ইফতারে প্রায় তিনশতাধিক শিক্ষার্থী এবং অসংখ্য বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।
চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক লায়ন মো. আসলাম চৌধুুরী, এফ.সি.এ.।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বীর চট্টলার এতো গুলো সূর্য সন্তানদের দেখে আমি অভিভূত। আজকের এই ইফতার মাহফিলের মাধ্যমে এরকম মিলনমেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি সভাপতি ও সম্পাদকসহ সকল আয়োজকদের ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজনের জন্য।
তিনি আরও বলেন, আমি আশা করছি তোমরা এই প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণে সবসময় এগিয়ে আসবে, তাদের সমস্যা গুলো সমাধান করার যথাসাধ্য চেষ্টা করবে, বিভিন্ন ক্যারিয়ারভিত্তিক এবং সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে নিজেদের মধ্যে একটি শক্তিশালী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হবে। তোমরা ভবিষ্যতেও যেকোনো মানবিক ও বুদ্ধিবৃত্তিক কাজে সর্বদা আমাকে পাশে পাবে, ইনশাআল্লাহ।
অনুষ্ঠানের প্রধান আলোচত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন ও ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. চৌধুুরী শহীদ কাদের।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কে. সিকেন্দার কাদের, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী প্রকৌশলী শফিউল আলম সাকিব, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজ রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. কাজী জিয়া উদ্দিন বাসিত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট ফয়সাল সিদ্দিক ও এ্যাডভোকেট কে. এম. সাইফুল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা মো. আকতার হোসেন, মোজাম্মেল হোসাইন ভূঁইয়া, মো. মিনহাজুল আলম, শাহাদাত হোসেন রুবেল, সেতু নাথ ও কামরুল হোসেনসহ প্রমুখ।
টিএইচ