
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের সংগঠন’ সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ ২০২৫ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: হৃদয় মিয়া সভাপতি এবং একই শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী মো: আবু রায়হান পাপ্পু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শুক্রবার (১৪ মার্চ) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন। “হৃদয় রাঙা সৌরভে মিলব আমরা গৌরবে” এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। জবিতে অধ্যায়নরত এ কলেজের শিক্ষার্থীদের নিয়ে সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
নবগঠিত কমিটির সভাপতি মো: হৃদয় মিয়া বলেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ থেকে জবিতে অধ্যায়নকৃত বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক কল্যান, আমাদের মেলবন্ধনকে দৃঢ় করা এবং আমাদের কলেজকে(সৈনক) জবি তে প্রতিনিধিত্ব করার একটি অন্যতম প্লাটফর্ম হলো সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সেই লক্ষে সিনিয়র, জুনিয়র এবং আমার সহপাঠী সকলের ঐকান্তিক সহায়তা এবং নিজেদের আন্তরিক প্রচেষ্টায় সৈনকিয়ানদের ভ্রাতৃত্বের বন্ধন আরো দৃঢ় এবং তাদের সার্বিক কল্যান নিশ্চিত করে সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কে নিয়ে আরো অগ্রসর হবো ইন-শা-আল্লাহ। সিনিয়র, জুনিয়র সহপাঠী সকলের সহযোগীতা প্রার্থনা করছি।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: আবু রায়হান পাপ্পু বলেন, আমাদের ঐক্যই আমাদের শক্তি। সৈনকিয়ান পরিবারকে সামনে এগিয়ে নিতে আমরা সবাই মিলে কাজ করবো, ভবিষ্যৎ গড়ে তুলতে ও আরও সমৃদ্ধ করতে আমরা নিরলস পরিশ্রম করব।
উল্লেখ্য, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে পরবর্তী কার্যনির্বাহী সভায় উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
টিএইচ