
বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, আমাদের কাজ করতে দিন। অনুগ্রহ করে আমাদের ওপর আক্রমণ করবেন না। আমরা তো সমাজ ও দেশেরই লোক। কিভাবে সমাজে স্থিরতা আসবে, কিভাবে আমরা নিরপেক্ষ, অবাধ নির্বাচনের দিকে এগুবো, আমরা যদি আস্থা না আনতে পারি।
আমাকে কেন কাজ করতে দিচ্ছেন না। এটা তো টোটালি যুক্তিহীন একটা কাজ। এতদিন পরে এখন তো আর আবেগতারিত হওয়ার কিছু নেই। পুলিশ তো মানুষের শত্রু নয়।
এই জায়গাটায় দেশবাসীর কাছে অনুরোধ করি আমাদের কাজ করতে দেন।
আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় শিল্প পুলিশ-২ এর ইউনিটের বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, ৫ আগস্টের পরে আমাদের কি অবস্থা ছিল আপনারা জানেন। আমাদের কিছু কিছু সদস্য, মোস্টলি সিনিয়র অফিসাদের অতি উৎসাহ্, তাদের রাজনৈতিক আনুত্যের কারণে করছেন।
আমরা সরকারি কর্মচারী, আমি আওয়ামী লীগ বিএনপি কিছুই বুঝি না। কিন্তু ওনাদের রাজনৈতিক আনুগত্যের জন্য পুরো পুলিশ কলঙ্কিত হয়েছে। সারা বিশ্বে এখন বলে যে, বাংলাদেশ পুলিশ এত নির্মম কিভাবে হলো?
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এডিশনাল ইন্সপেক্টর জেনারেল ছিবগাত উবল্লাহ। উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মোহাম্মদ নাজমুল করিম খান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, ডিআইজি আবু কালাম সিদ্দিক, গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিজিএমইএর এর প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রমুখ।
শ্রমিকদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা নিজ কর্মস্থলের ক্ষতি করবেন না।
ভাঙচুর করে নিজেদের প্রিয় কর্মস্থলের কোনো ধরণের ক্ষতি হতে দিবেন না। গুজব ছড়ানোর কারণে অনিয়মতান্ত্রিক ধ্বংসাত্বক কার্যক্রম চালানো হয়। যদি এরকম গুজব ছড়িয়ে ভাঙচুর করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনদূর্ভোগ সৃষ্টিকারী কাজ করা যাবে না। আমরা আশা করি সাধারণ জনগণ শিল্প এলাকার বাসিন্দাসহ সমাজের সকল সদস্য নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আমাদের পুলিশকে সহযোগিতা করবেন।
আইজিপি বলেন, আপনারা দাবি আদায়ের জন্য রাস্তা আটকাবেন না। এতে লাখ লাখ মানুষের দুর্ভোগের কারণ হয়। আপনারা তাদের বছরের এ একটা উৎসব আয়োজনের আনন্দ যাত্রায় বিঘ্ন হয়ে দাঁড়াবেন না। এ ধরণের কার্যকলাপ যেই করবেন আমি দৃঢ় কণ্ঠে বলছি আমরা এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ নিবো।
টিএইচ