ঢাকা,

১৩ মার্চ ২০২৫


ময়মনসিংহে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে হামলা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:৩১, ১২ মার্চ ২০২৫

ময়মনসিংহে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে হামলা

ময়মনসিংহে নারী নির্যাতন প্রতিরোধে আয়োজিত মিছিলে হামলা হয়েছে। আজ বুধবার বিকেলে বাম গণতান্ত্রিক জোটের ধর্ষণ, নারী নির্যাতনের বিচার, আইনশৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আয়োজিত এই মিছিলে এই হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাম গণতান্ত্রিক জোটের নেতারা দাবি করেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেলে নগরীর মালগুদাম থেকে মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট ময়মনসিংহ জেলার নেতা-কর্মীরা। মিছিল গাঙ্গিনাপাড়ে ঢোকার পরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বাম জোটের মিছিলের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। ‘শাহবাগী গোসল কর’ সহ বিভিন্ন উসকানিমূলক স্লোগান দিতে থাকে তারা। 

এর কিছুক্ষণ পর বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে ইসলামি ছাত্র আন্দোলনের একটা মিছিল যুক্ত হয় বলে দাবি করেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেন, ‘এর পরপরই তারা নতুন বাজার মফিজউদ্দিন প্লাজার সামনে বাম জোটের নেতা-কর্মীদের ওপর যৌথভাবে হামলা করে।’ 

হামলায় আহত হন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলার আহ্বায়ক আরিফুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সহ সভাপতি অর্ণব দাস, আনন্দমোহন কলেজের যুগ্ম আহ্বায়ক জুঁইসহ বাম জোটের সিনিয়র নেতারা। 

হামলার পরে বাম জোটের নেতা-কর্মীরা আবারও মিছিল করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতার। বাম গণতান্ত্রিক জোটের নেতারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর একটা গণতান্ত্রিক প্রতিবাদ মিছিলে বর্বরোচিত হামলা আবারও ফ্যাসিবাদী সংস্কৃতির লক্ষণ। সারা দেশে খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা যখন আন্দোলন করছে, সেই আন্দোলনকে শাহবাগী ট্যাগ দিয়ে দমনের চেষ্টা করছে কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী। তারই অংশ হিসেবে আজকে বাম জোটের নেতা-কর্মীদের ওপর এই ন্যক্কারজনক হামলা করল। অবিলম্বে এই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’

এই বিষয়ে ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, ‘শাহবাগী ইস্যুতে আমাদের মিছিলটি টাউন হল থেকে শুরু হয়ে গাঙ্গিনারপাড় গেলে বাম জোটের নেতা-কর্মীরা কটুক্তি করতে থাকে। পরে আমরা তাদের ধাওয়া করি।’ 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান বলেন, ‘বাম গণতান্ত্রিক জোট ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’

টিএইচ

News