
টাঙ্গাইলের কালিহাতীতে বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কালিহাতী উপজেলার মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার(৬ মার্চ) দুপুরে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সামাদ খান,মোহাম্মদ ইউনুস আলী, মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, মোঃ মোহাব্বত হোসেন, মোজাফ্ফর আলী, আব্দুল বাসেত মেম্বার,গোলাম সারোয়ার প্রমূখ।
মানববন্ধনে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে দোষীদের শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য,গত ৩ মার্চ উপজেলার বাংড়া ইউনিয়নের সোলাকুড়া বাজারে সাকরাইল ও মুলিয়া গ্রামের ছেলেদের ঝগড়া মীমাংসায় সালিশি বৈঠকে বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদের উপর অতর্কিত হামলা করে দুষ্কৃতিকারীরা। বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ উপজেলার সহদেবপুর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।
টিএইচ