
ছবি সংগৃহীত
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার বিষয়ে পরিষ্কার অবস্থান ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ‘এনআইডি ইসিতেই রাখা হোক এবং সেজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে।’
এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে কর্মকর্তারা বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে সিইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
সিইসি জানান, ‘এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান স্পষ্ট। তবে কমিশন কোনো বিষয়ের ডিসিশন মেকার নয়।’ তিনি আরো জানান, কমিশন সরকারের কাছে লিখিতভাবে নিজেদের অবস্থান জানাবে এবং সরকার এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, ‘সরকার এখনও এনআইডি সেবা কোথায় রাখা হবে তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।’
এছাড়া, তিনি উল্লেখ করেন যে, আলোচনা ছাড়াই সরকার এনআইডি নিয়ে সিদ্ধান্ত নেবে না বলে কমিশন মনে করে।
এদিকে, এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা সিইসির কক্ষের সামনে অবস্থান নিয়েছিলেন। তাদের দাবি, এনআইডি নির্বাচন কমিশন থেকে চলে গেলে সুষ্ঠু নির্বাচনে প্রভাব পড়তে পারে।
বর্তমানে সরকার একটি আলাদা সিভিল রেজিস্ট্রেশন কমিশন গঠনের উদ্যোগ নিচ্ছে, যার মাধ্যমে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সেবা প্রদান করা হবে। এরই মধ্যে, স্থানীয় সরকার, সুরক্ষা সেবা, স্বাস্থ্য সেবা বিভাগের মতামত সংগ্রহ করছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিগত সরকারের সময়েও এনআইডি সেবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ ছিল, তবে ওই আইন বাতিল হয়ে সেবা ফের নির্বাচন কমিশনের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এখন আবারও এনআইডি নিয়ে আলাদা কমিশন গঠনের পরিকল্পনা চলছে।
এ বিষয়ে কমিশনের কর্মকর্তারা ক্ষোভ জানিয়ে বলেছেন, ‘আগামী ১২ মার্চের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নিলে, ১৩ মার্চ থেকে সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।’
ইউ