ঢাকা,

০৬ মার্চ ২০২৫


ভাষানটেকে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:৪৯, ৬ মার্চ ২০২৫

ভাষানটেকে বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফাইল ছবি

রাজধানীর ভাষানটেকে আবুলের বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটের দিকে বস্তিতে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি। 

এর আগে, আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে আগুন লাগে। পরে দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

টিএইচ

News