ঢাকা,

২১ ফেব্রুয়ারি ২০২৫


বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৬:২৮, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ২২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

ছবি সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ জন জেলা প্রশাসক (ডিসি) কে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনের সময়ে যারা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তারা সরকারের পক্ষ থেকে বড় নেগেটিভ ভূমিকা পালন করেছেন। ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন ডিসিদের বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে, আর চাকরির বয়স কম হওয়া ৪৩ জন ডিসিকে ওএসডি করা হয়েছে।

News