ঢাকা,

২১ ফেব্রুয়ারি ২০২৫


ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঋণ ও আর্থিক সাহায্য ঘোষণা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:৩৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ইমাম-মুয়াজ্জিনদের জন্য ঋণ ও আর্থিক সাহায্য ঘোষণা

ফাইল ছবি

চলতি অর্থবছরে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট হতে ৬০০ জন অসচ্ছল ও দরিদ্র ইমাম-মুয়াজ্জিনকে এক কোটি ৮০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেয়া হবে। এছাড়া, ৪ হাজার ৬২০ জন ইমাম-মুয়াজ্জিনকে পাঁচ হাজার টাকা হারে দুই কোটি ৩১ লাখ টাকার আর্থিক সাহায্য প্রদান করা হবে।

ধর্ম মন্ত্রণালয় বুধবার (১৯ ফেব্রুয়ারি) এ তথ্য জানায়। বর্তমানে ট্রাস্টভুক্ত ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা প্রায় ৮৪ হাজার। মন্ত্রণালয় জানায়, ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম যেমন সুদমুক্ত ঋণ, আর্থিক সহায়তা এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

এছাড়া, ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পের ইমামদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণ মডিউল অনুসরণ করে তুরস্কের আল মুয়াসসাসা দিয়ানা ফাউন্ডেশনের মাধ্যমে এই প্রশিক্ষণ দেয়া হবে।

ইউ

News