ঢাকা,

২১ ফেব্রুয়ারি ২০২৫


ঢাকার উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় তিনজন রিমান্ডে

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকার উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় তিনজন রিমান্ডে

ছবি সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা এই আদেশ দেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন মো. আলফাজ মিয়া, সজীব এবং মেহেদী হাসান সাইফ।

গত ১৭ ফেব্রুয়ারি রাতে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে কিশোর গ্যাংয়ের সদস্যরা উচ্চশব্দে মোটরসাইকেল হর্ন বাজানোর পর প্রতিবাদ করায় মকবুল ও তার স্ত্রী নাসরিন আক্তার ইফতিকে রামদা দিয়ে কোপায়। ঘটনায় ইফতি ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) মামলা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী জীবন বাঁচাতে সন্ত্রাসীদের কাছে মাফ চাইছেন।

এখন পর্যন্ত এ মামলায় আরও দুই আসামি, মোবারক হোসেন ও রবি রয়কে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

ইউ

News