ঢাকা,

২১ ফেব্রুয়ারি ২০২৫


প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটানোর অভিযোগ

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ০০:১৬, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটানোর অভিযোগ

নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার গঙ্গানগর নিরদ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মাটি কাটানোর অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারী) সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ে পড়তে আসা কোমলমতি শিশুদের দিয়ে বিদ্যালয়টির পাশের একটি নিচু জায়গা থেকে মাটি আনা হচ্ছে। সেখানে কোমলমতি শিশুদের কোদাল দিয়ে মাটি কাটতেও দেখা যায়। এসময় বিদ্যালয়টির শিক্ষকদের পাশেই দাঁড়িয়ে থেকে রোদ পোহাতে দেখা যায়। এবিষয়ে জানতে চাইলে উপস্থিত শিক্ষকরা জানান এটাই এখানকার নিয়ম। এসব কাজ শিক্ষার্থীদের দিয়ে নিয়মিতই করান বলে জানিয়েছেন তারা। 

হাওর জনপদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসব বিদ্যালয়ের শিক্ষকরা সময়মত বিদ্যালয়ে আসেন না, এমনকি অনেকেই বিদ্যালয়ে দীর্ঘসময় থাকেন অনুপস্থিত। যার ফলে এসব অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার মান নিম্নমুখী। অন্যদিকে যেসব শিশুরা বিদ্যালয়ে আসে তাদেরও সঠিকভাবে পাঠদান করেন না এসব শিক্ষক-শিক্ষিকারা।

এ বিষয়ে কলমাকান্দা উপজেলার সহ. শিক্ষা কর্মকর্তা মো: সারোয়ার জাহান জানান, কোমলমতি শিশুদের দিয়ে মাটি কাটানো কোনভাবেই ঠিক না। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

 

টিএইচ

News