ঢাকা,

১৬ ফেব্রুয়ারি ২০২৫


প্রথম অধ্যায় শেষ, সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৯:২৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রথম অধ্যায় শেষ, সরকারের দ্বিতীয় ইনিংস শুরু: প্রধান উপদেষ্টা

ছবি সংগৃহীত

দেশের অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, এবং শনিবার থেকে শুরু হলো দ্বিতীয় ইনিংস। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এ কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উদ্দেশে অধ্যাপক ইউনূস বলেন, ‘ছয় মাসের অন্তর্বর্তী সরকারের প্রথম ইনিংস শেষ। আজকের বৈঠকের মাধ্যমে আমরা দ্বিতীয় ধাপে প্রবেশ করেছি। আমাদের লক্ষ্য একটি সুশৃঙ্খল, সমৃদ্ধ দেশ গড়া।’

তিনি আরো বলেন, ‘স্বৈরাচারী সরকারের তৈরি করা কাঠামো থেকে আমরা বের হয়ে আসতে চাই, এবং এ জন্য সংস্কারের মাধ্যমে দেশের কাঠামো উন্নত করতে চাই। সংস্কার কমিশনের রিপোর্টে বেশ কিছু সুপারিশ করা হয়েছে, এবং আমরা যত দ্রুত সেগুলো বাস্তবায়ন করবো, তত দ্রুত আমরা এগিয়ে যেতে পারব।’

ড. ইউনূস আইন সংক্রান্ত প্রসঙ্গে বলেন, ‘আইন করা হয় মানুষ উপভোগ করার জন্য, কিন্তু বিগত সরকার তা তামাশায় পরিণত করেছিলো।’

তিনি বৈঠকে উপস্থিত রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আরো বলেন, ‘আজকের ডায়ালগের লক্ষ্য একটি সুন্দর রাষ্ট্র গড়া। কারো ওপর কিছু চাপিয়ে দেয়ার উদ্দেশ্য নয়, বরং ঐক্যমতের মাধ্যমে একটি কার্যকর সিদ্ধান্তে পৌঁছানো। সমাজের কাঠামো কী হবে, কীভাবে হবে, সেটা আপনাদেরই ঠিক করতে হবে।’

সবশেষে, প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি আমরা প্রথম অধ্যায়ের মতো দ্বিতীয় অধ্যায়েও ঐক্যবদ্ধ থাকতে পারি, তবে তৃতীয় অধ্যায়েও আমরা সফল হবো। সেই লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে।’

ইউ

News