ঢাকা,

২২ জানুয়ারি ২০২৫


৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১১:৩০, ১৩ জানুয়ারি ২০২৫

৪ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

চার ঘণ্টা পর সারা দেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার পর লাইনচ্যুত হওয়া ট্রেনটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে, আজ সোমবার ভোর ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় রাজশাহী-চিলাহাটির মধ্যে চলাচলকারী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ অপারেটিং অফিসার আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। পরে সকাল সাড়ে ১০টার দিকে লাইন থেকে বগিটিকে সরিয়ে ফেলা হয়। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

টিএইচ

    News