সাভারে একটি তৈরি পোশাক কারখানার রেডিমেড পোশাক ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে সাভার মডেল থানায় চার জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয় । বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা।
পুলিশ জানায়, ৯ জানুয়ারি রাতে সাভারের হেমাযেতপুরের নাজিমনগর এলাকার আমান গ্রাফিক্স কারখানার রেডিমেড তৈরি পোশাক নিয়ে একটি কাভার্ডভ্যান অন্যস্থানে যাওয়ার সময় হেমায়েতপুর বাস স্ট্যান্ডে পৌঁছেলে ২০ থেকে ২৫ সদস্যের একদল মুখোশধারী দুর্বৃত্ত ক্যাভার্ড ভ্যানের ড্রাইভার সাগরকে মারধর করে ২৪ লক্ষ টাকার রেডিমেড পোশাক লুটে নিয়ে যায়।
পরে আজ তানহা তাবাসসুম ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শেখ চারজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি পোশাক ছিনতাইয়ের মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন রাজফুলবাড়িয়ার শোভাপুর এলাকার মাসুম, রাজু, সোহাগ,ও শাওন। এছাড়া আরো অজ্ঞাত আসামি করা হয় বেশ কয়েকজনকে। ঘটনার পর এখন পর্যন্ত গার্মেন্টসের রেডিমেড পোশাক উদ্ধার হয়নি।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, মামলার আসামিদের গ্রেফতারের অভিযান চলছে ও লুট হওয়া রেডিমেড পোশাক উদ্ধারের চেষ্টা চলছে।
টিএইচ