ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে আগামী সপ্তাহেই। এর মাধ্যমে নির্ধারণ করা হবে কখন এবং কীভাবে ঘোষণাপত্র পাঠ করা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র প্রকাশে হয়তো কিছুটা দেরি হবে, তবে খুব বেশি সময় লাগবে না। ঘোষণাপত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার অবদান স্বীকার করা হবে এবং তা সকল পক্ষের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত হবে।’
তিনি আরো জানান, ৭২-এর সংবিধানের বিষয়ে সরকার জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে। পাশাপাশি গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংস্কার প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের বিষয়টি সংস্কার সাপেক্ষ। কমিশনের রিপোর্ট এ মাসের মধ্যেই আসবে। সেসব রিপোর্টের ভিত্তিতে প্রস্তাবনা তৈরি করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে এবং একটি রূপরেখা চূড়ান্ত করা হবে।’
তিনি আরো উল্লেখ করেন, কোনো গানের আসর বা মাজারে হামলার ঘটনা ঘটলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। ভুক্তভোগীদের মামলা করার পরামর্শও দিয়েছেন তিনি।
ইউ