ছবি সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, তাদের একমাত্র লক্ষ্য হল সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন প্রদান করা। এ বিষয়ে তাদের অন্তরে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হলে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বাড়ানোর (সিবিটিইপি) প্রকল্প আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, ‘কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন মাঠে নামেনি। আমরা শুধু সুষ্ঠু, সুন্দর নির্বাচনই নিশ্চিত করতে চাই।’
এসময় সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দিন খান, অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ, প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা।
কর্মশালায় অংশ নেয়া বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ করে সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের পক্ষপাতমূলক কাজ না করার আহ্বান জানাচ্ছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। সঠিকভাবে আইন মেনেই কাজ করলে একটি সুন্দর নির্বাচন উপহার দেয়া সম্ভব হবে।’
ইউ