ঢাকা,

০৮ জানুয়ারি ২০২৫


ঢাকায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১২:০০, ৭ জানুয়ারি ২০২৫

ঢাকায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স, রাতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার রাত ১০টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। এরই মধ্যে কাতারের রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্সেটি ঢাকায় পৌঁছেছে।

বিএনপি চেয়ারপারসন সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আবারও দলের নেতৃত্ব দেবেন এমনটাই আশা করছেন দলের নেতারা।

উন্নত চিকিৎসার জন্য দুই মাস আগে থেকেই বিদেশে যাওয়ার সব প্রস্তুতি নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণে কয়েক দফা বাতিল হয় বিদেশ যাত্রার তারিখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যুক্তরাজ্যে গিয়ে খালেদা জিয়া ভর্তি হবে লন্ডন ক্লিনিকে। সেখান খেকে  থেকে লিভার প্রতিস্থাপনের জন্য যেতে পারেন যুক্তরাষ্ট্রে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনকে কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিদেশে নেওয়া হচ্ছে তাতে সব ধরনের চিকিৎসা সহায়তার ব্যবস্থা থাকবে।

খালেদা জিয়ার সাথে তাঁর প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ছয়জন চিকিৎসকসহ ১৫ জনের যাওয়ার কথা রয়েছে।

টিএইচ

News