ঢাকা,

০৮ জানুয়ারি ২০২৫


মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৭:২৯, ৬ জানুয়ারি ২০২৫

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মেট্রোরেল সেবা ও ভাড়াকে ভ্যাটমুক্ত ঘোষণা করেছে। 

সোমবার (৬ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর স্বাক্ষরিত এক বিশেষ আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, এই সিদ্ধান্ত চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। 

আদেশে বলা হয়, মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন। এটি যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মঘণ্টা সাশ্রয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। মেট্রোরেলকে আরো জনপ্রিয় করতে এর যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন। তাই দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এই পরিবহন ব্যবস্থার ওপর আরোপিত মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করা হলো। 

২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেনটিতে। পরে ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়। ২০২৩ সালে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হয়। ইতোমধ্যে এটি রাজধানীবাসীর স্বস্তির পরিবহনে পরিণত হয়েছে। 
 

ইউ

News