কক্সবাজারের উখিয়ায় চুরির অপবাদে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে । নিহত মোহাম্মদ আরফাত (২২) পালংখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পুঁটিবুনিয়া গ্রামের হাফেজ মোহাম্মদ হাজী জালালের ছেলে।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতাল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রোববার সাকলে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে চোর সন্দেহে ওই যুবককে মারধর করে প্রতিবেশী কয়েকজন ব্যক্তি। পরে তাকে সেখান থেকে নিয়ে সেনা ক্যাম্পের সামনে রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা। সেনা সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আরফাতের পিতা হাজী জালাল বলেন, কয়েকজন দুর্বৃত্ত আমার ছেলেকে শনিবার দুপুরের দিকে চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে যায়। সেখানে তাকে বেধড়ক মারধরের পর হত্যা করে।
তাকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি এ হত্যার বিচার চাই।
ওসি আরিফ বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে।
টিএইচ