ঢাকা,

০১ জানুয়ারি ২০২৫


পর্যটনে বিনিয়োগকে উৎসাহিত করতে হবে: অর্থ উপদেষ্টা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২১:২০, ২৯ ডিসেম্বর ২০২৪

পর্যটনে বিনিয়োগকে উৎসাহিত করতে হবে: অর্থ উপদেষ্টা

সংগৃহীত ছবি

কক্সবাজারের পর্যটনকে এগিয়ে নিতে পারলে দেশের অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কক্সবাজারের পর্যটনকে বেশি করে প্রমোট করা দরকার। সেই সঙ্গে বেসরকারি পর্যটনে বিনিয়োগেও উৎসাহিত করতে হবে।

সভায় প্লাস্টিকপণ্য বর্জন, স্বাস্থ্য-শিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ টি এম জাফর আলম সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন।

টিএইচ

News