ঢাকা,

২৯ ডিসেম্বর ২০২৪


কক্সবাজার মেরিনড্রাইভ রোডে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের প্রাণহানি

খোরশেদ হেলালী, কক্সবাজার (রামু) থেকে

প্রকাশিত হয়েছে: ২১:২৬, ২৮ ডিসেম্বর ২০২৪

কক্সবাজার মেরিনড্রাইভ রোডে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের প্রাণহানি

ছবি সংগৃহীত

কক্সবাজারের মেরিনড্রাইভের  ইনানী সমুদ্রসৈকত সংলগ্ন সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির নামের এক কলেজ শিক্ষার্থী  নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরেক আরোহী গুরুতর আহত হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন। নিহত সাজিদ কবির কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৪ সালে এসএসসি পাস করেন। বর্তমানে সে ঢাকার মাইলস্টোন কলেজে পড়াশোনা করছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উখিয়ার ওসি আরিফ হোসাইন জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 
 

ইউ

News