ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে মাহফিলে যোগ দিতে কক্সবাজারের পেকুয়ায় পৌঁছেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজাহারী। এ সময় তাকে একনজর দেখতে লাখো উৎসুক মানুষের ঢল নামে ওই এলাকায়।
আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজরের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ ও সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে এই মাহফিলে যোগ দিতে বিকেলে তিনি বসুন্ধরা মালিকানাধীন হেলিকপ্টারে করে আসেন। রাত ১০টার দিকে প্রধান বক্তা হিসেবে আলোচনা করার কথা রয়েছে তার। ইতোমধ্যে মাহফিলের ময়দানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আয়োজক কমিটি ও প্রশাসন।
এদিকে সকাল ১০টা থেকে শুরু হয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। প্রথম অধিবেশনে আলোচনা করেন আরেক জনপ্রিয় ইসলামি আলোচক মনিরুল ইসলাম মজুমদার।
পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা নিয়ামত উল্লাহ নিজামী জানান, আজহারী হুজুরসহ জনপ্রিয় ইসলামি আলোচকদের আগমনে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে পেকুয়ায়। সবকিছু ঠিকঠাক থাকলে ১০টার দিকে আলোচনা করবেন তিনি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, জনপ্রিয় ইসলামি বক্তা আজহারী হুজুর বিকেলে হেলিকপ্টারে করে পেকুয়ায় পৌঁছেছেন। নিরাপত্তায় যৌথ বাহিনী কাজ করছে।
টিএইচ