ঢাকা,

২৭ ডিসেম্বর ২০২৪


সেন্ট মার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, মাঝপথে আটকা ৭১ যাত্রী

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২৩:১০, ২৬ ডিসেম্বর ২০২৪

সেন্ট মার্টিন থেকে ফেরার পথে জাহাজ বিকল, মাঝপথে আটকা ৭১ যাত্রী

সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণ শেষে কক্সবাজারে ফিরে আসার সময় গ্রিন লাইন কম্পানির একটি পর্যটক জাহাজ বিকল হয়ে আটকা পড়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাহাজটি টেকনাফ উপকূলের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পিনিচভাঙ্গা নামক উপকূলে এসে ভিড়ে। এই

 সময় জাহাজের যাত্রীরা ভয়ে কান্নাকাটি করতে থাকে।

জানা যায়, জাহাজটিতে নারী ও শিশুসহ ৭১ জন যাত্রী রয়েছে।

তাদের মধ্যে দুই যাত্রী ভয়ে জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে তীরে উঠে এসেছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত পর্যটকবাহী জাহাজটি মেরিন ড্রাইভ সংলগ্ন সাগরের তীরবর্তী স্থানে এসে নোঙর দিয়েছে। জোয়ারের পানি কমে গেলে জাহাজ থেকে পর্যটকরা তীরে নেমে আসবেন।

জাহাজটি সাগরে বিকল হয়ে পড়ায় ক্যাপ্টেন ফোরকান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোস্টগার্ডসহ অন্যান্যদের মোবাইল ম্যাসেজ দিয়ে জানিয়ে দেয়।

বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন কালের কণ্ঠকে জানান, ‘আমি সংবাদ পেয়েই ঘটনাস্থলে পৌঁছি। ইতিমধ্যে সেখানে কোস্টগার্ড, বিজিবি ও পুলিশও পৌঁছে জাহাজটি ঘিরে রেখেছে।’ 

তিনি আরো জানান, ইতিমধ্যে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভে যানবাহনও পাঠানো হয়েছে সেখানে। সাগরের জোয়ারের পানি কমে গেলে জাহাজে আটকা পড়া যাত্রীরা তীরে নেমে আসবে।

এরপর গাড়িতে চড়ে তাদের কক্সবাজার শহরে আসা সম্ভব হবে। 
১ ডিসেম্বর থেকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ঘাট থেকে সরাসরি দ্বীপে পর্যটক জাহাজ চলাচল শুরু হয়েছে। তিন দিন আগে গ্রিন লাইন কম্পানির জাহাজ সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে যুক্ত হয়েছে। বর্তমানে ৬টি পর্যটক জাহাজ চলাচল করছে দ্বীপে।

 

টিএইচ

News