ঢাকা,

২৬ ডিসেম্বর ২০২৪


জাতীয় স্বার্থে কোনো দল নাই, ধর্ম নাই: জামায়াত আমির

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২৩:৪৬, ২৫ ডিসেম্বর ২০২৪

জাতীয় স্বার্থে কোনো দল নাই, ধর্ম নাই: জামায়াত আমির

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় স্বার্থে কোনো ছাড় নাই। এখানে কোনো দল নাই, ধর্ম নাই।’ আজ বুধবার রাতে যশোরের হোটেল অরিয়নে আয়োজিত সুধী সমাবেশে এ কথা বলেন তিনি।

সংখ্যালঘু নির্যাতন বিষয়ে শফিকুর রহমান বলেন, ‘সংখ্যালঘু নির্যাতনে আমরা একটি আন্তর্জাতিক তদন্ত চাই। আমরা আর কোনো বিভক্তি করতে দেব না। আসুন আমরা জাতীয় ঐক্য গড়ে তুলি।’

আওয়ামী লীগ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘পালিয়ে গিয়েও দেশকে শান্তি দিচ্ছে না আওয়ামী লীগ। ক্ষমতায় থেকে তারা ২৬ লাখ কোটি টাকা চুরি করেছে। সমস্ত ব্যাংক সিস্টেম ফুটো করে দিয়েছে।’ 

শফিকুর রহমান আরও বলেন, ‘আমরা শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে ঐক্যবদ্ধ। আগামীর বাংলাদেশ থাকবে তরুণদের হাতে। তাদের নিয়ে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কাজী মো. মাহবুব মুর্শিদ, আদ দ্বীন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. শেখ মহিউদ্দিন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ আহসান হাবীব, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। 

টিএইচ

News