নেত্রকোনার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ যথাসময়ে শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় তারা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কাছে দ্রুত বাঁধ নির্মাণ কাজ শুরু করার দাবি জানান।
সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে হাওর বাঁচাও আন্দোলন নেত্রকোণা জেলা শাখার আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোনায়েম খান ও সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান তালুকদার।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হাওর বাঁচাও আন্দোলনের উপদেষ্টা প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, উপদেষ্টা রেজাউল হক চৌধুরী টিপু, সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ অলিউল্লাহ, জেলা বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ডাঃ জসিম উদ্দিন, সাংবাদিক অরবিন্দ ধর, সাংবাদিক শামীম তালুকদার, সাংবাদিক হাফিজ উল্লাহ চৌধুরী আলিম, কাজী জুয়েল প্রমুখ।
এসময় বক্তারা হাওরের বোরো ফসল রক্ষায় সময়মত ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করতে সঠিকসময়ে পিআইসি গঠনের জোর দাবি জানান।
টিএইচ