জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতসহ তিন দফা দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
আজ রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টায় তারা পদযাত্রাটি শুরু করে।
সমাবেশে বক্তারা বলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় চলছে- তোমরা কারা, আমরা কারা!, এসব বলার আগে তাদের কথা ভাববেন, যারা আপনাদের এসব বলার সুযোগ দিয়েছেন। আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নয়তো এই বিপ্লব বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না। এ সময় তারা সব রাজনৈতিক দলের প্রতি বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নিশ্চিতে কথা বলার আহ্বান জানান।
তাদের তিন দফা দাবি হলো
১. আওয়ামী লীগের নিবন্ধন বাতিল।
২. গুপ্তহত্যা থেকে বিপ্লবীদের বাঁচাতে সব স্তরের আওয়ামী লীগের কমিটিতে থাকাদের গ্রেফতার করতে হবে।
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ জুলাই বিপ্লবের সব যোদ্ধাদের জীবনের নিরাপত্তা দিতে হবে।
টিএইচ