ফাইল ছবি
হুমকি পেলে নিকটস্থ থানায় জিডি করার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
আসিফ মাহমুদ জানান, ওয়াজেদ সীমান্ত হত্যায় জড়িত ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের হুমকিদাতা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কয়েকজনকেও গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, অভিযান চলমান আছে, কেউ হুমকি পেলে নিকটস্থ থানায় জিডি করুন। ফ্যাসিবাদীদের টেররিজমের বিরুদ্ধে জিরো টলারেন্স।
এর আগে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য একই নির্দেশনা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সংগঠনের ভেরিপায়েড ফেসবুক পেজে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, আন্দোলনে সক্রিয় কাউকে কোনো নম্বর বা একাউন্ট থেকে হুমকি-ধামকি প্রদান করলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানান।
এতে আরো জানানো হয়, সম্প্রতি ব্রাক ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দক্ষিণখান থানার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
টিএইচ