ছবি সংগৃহীত
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ৭৮ জন বাংলাদেশি জেলের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১০ ডিসেম্বর বঙ্গোপসাগরের হিরন পয়েন্ট থেকে মাছ ধরার দুটি জাহাজসহ তাদেরকে আটক করা হয়েছিল।
ওড়িশার পারাদ্বীপ বন্দরের উপ-পুলিশ সুপার সন্তোষ কুমার জেনা জানিয়েছেন, আটক জেলেদের যাচাই-বাছাই শেষে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ভারতীয় কোস্টগার্ড এই জেলেদেরকে ওড়িশার পারাদ্বীপ বন্দরে পুলিশের কাছে হস্তান্তর করেছিল।
ভারতীয় কোস্টগার্ডের দাবি, এই জেলেরা ভারতীয় জলসীমায় অনুমতি ছাড়া মাছ ধরছিল। তবে, বাংলাদেশি কর্তৃপক্ষ এখনো এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইউ