ঢাকা,

২৬ ডিসেম্বর ২০২৪


সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সাভার প্রতিনিধি

প্রকাশিত হয়েছে: ২১:৩৮, ২ ডিসেম্বর ২০২৪

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

সাভারের বলিয়ারপুর এলাকায় প্রাইভেটকার ও বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম (৫৫), বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন (৫৫), প্রাইভেট কারের চালক ও গাড়ির মালিক মজিবুর (৬৮)।      

আহতরা হলেন- শাহাবুদ্দিন ও আ. জলিল। শাহাবুদ্দিন বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সি লাইন নামে একটি দূরপাল্লার বাস ও প্রাইভেটকারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উলটে যায় প্রাইভেট কারটি। গাড়িতে থাকা ৫ ব্যক্তির মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যান বাসের হেলপার ও চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গাড়ি দুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ

News