ঢাকা,

২৫ নভেম্বর ২০২৪


কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ২২:৫৫, ২৪ নভেম্বর ২০২৪

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

ফাইল ছবি

কুমিল্লা মহানগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে প্রকাশিত কমিটি অবাঞ্ছিত ঘোষণা করে ১৬ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেছে অন্য আরেকটি পক্ষ।

জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু রায়হানকে আহ্বায়ক এবং মোহাম্মদ রাশেদুল হাসানকে সদস্যসচিব করে কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে মুখ্য সংগঠক মোস্তফা জিহান ও বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির জাবেদ আহমেদ ভূঁইয়াকে মুখপাত্র ঘোষণা করা হয়। কমিটিতে কুমিল্লা মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের ১৯৩ জন সদস্যকে বিভিন্ন পদবীতে অন্তর্ভুক্ত করা হয়। 

এদিকে, কেন্দ্রঘোষিত কুমিল্লা মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠনের প্রতিবাদে কুমিল্লা প্রেসক্লাবের সামনে গতকাল রাতেই বিক্ষোভ করেন কমিটিতে বৈষম্যের শিকার দাবি করা শিক্ষার্থীরা। এরপর ১৬ সদস্যের পাল্টা কমিটি ঘোষণা করেন তারা।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিন বলেন, ‘আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘোষিত কমিটিতে সমন্বয়ক ছিলাম। যারা এই কমিটির ঘোষণা দিয়েছেন, আমি কেন্দ্রীয় নেতাদের কাছে প্রশ্ন রাখলাম, এই কমিটি আপনারা কীভাবে ঘোষণা দিলেন? যারা আন্দোলনের সময় নিজের জীবন বাজি রেখেছিল, তাদের কাউকে তো আমি এখানে দেখছি না। আমরা যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখ সারিতে ছিলাম, তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই কমিটিতে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।’

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের আরেক শিক্ষার্থী ফাতিন ইশরাক মোল্লা বলেন, ‘আন্দোলনের সময় আমাদের যাদেরকে সমন্বয়ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল, তাদের মধ্য থেকে নবগঠিত এই কমিটিতে ১০ জনকে রাখা হয়েছে কি না, আমাদের সন্দেহ রয়েছে। নবগঠিত এই কমিটির অনেক সদস্যই এই কমিটিকে এখন অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা এই কমিটি মানি না। তাই আমরা নিজেরাই কমিটি গঠন করেছি।’

এই সময় শিক্ষার্থীরা কেন্দ্রঘোষিত কমিটিকে অবাঞ্চিত করে সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক ও ফাতিন ইশরাক মোল্লাকে সদস্যসচিব করে ১৬ সদস্যের কমিটি ঘোষণা করেন। এই কমিটিতে তালহা জোবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়।

এই প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তালহা জোবায়ের, সিসিএন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুজ্জামান, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের গাজী মো. মুইনুদ্দিন ফাহিম, আসলাম সিদ্দিকী, নাজমুল নাদিম ও মাহমুদুল সিফাতসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসব বিষয়ে জানতে চাইলে নতুন কমিটির সদস্যসচিব মোহাম্মদ রাশেদুল হাসান জানান, ‘কেন্দ্র থেকে ঘোষিত কমিটিই মূল কমিটি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই বাছাই করে এই কমিটি ঘোষণা করেছেন। যারা এই কমিটি মানছে না তারা কমিটিতে কেন নেই তার উত্তর আমাদের কাছে আছে।’

টিএইচ

News