ঢাকা,

২৩ নভেম্বর ২০২৪


ফার্মগেটে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

বিজনেস আই রিপোর্ট

প্রকাশিত হয়েছে: ১৮:২২, ২৩ নভেম্বর ২০২৪

ফার্মগেটে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

ছবি সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে দ্য ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের গোডাউনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ এ তথ্য নিশ্চিত করে। সংস্থাটি জানায়, শর্ট সার্কিট থেকেই মূলত আগুনের সূত্রপাত।

ভবনটির বেজমেন্টে ছিল ব্যাংকের নথিপত্র। পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা ও সরু রাস্তার কারণে ভেতরে ঢুকে আগুন নেভানো অনেকটাই কঠিন হয়ে পড়ে ফায়ার সার্ভিস কর্মীদের। অসুস্থ হয়ে পড়েন কয়েকজন কর্মী। পরবর্তী সময়ে অক্সিজেন মাস্ক পরে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ারুল হক বলেন, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে এলেও এখন চলছে ভেতর থেকে ধোঁয়া বের করার কাজ।

তিনি আর জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেতরে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও জানা যায়নি৷

এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ৯টা ২০ মিনিটের দিকে ফার্মগেটের মানসী প্লাজার বেজমেন্টে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ইউ

News